সামাজিক যোগাযোগ ও সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে প্রকাশিত ভিডিও দেখে একই ধরনের চ্যালেঞ্জ নিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে টেক্সাসের ১২ বছরের এক বালক।
দি ইনডিপেনডেন্ট রবিবার জানায়, ভুক্তভোগী কেইডেন ব্যালার্ড ও তার বড় ভাই টিকটকে একটি ভিডিও দেখে। এতে দেখা যায়, একটি বোতলে রাবিং অ্যালকোহল ঢেলে তাতে ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন।
ভিডিওটি দেখে একই কাজ করতে গেলে ফল হয় ভয়াবহ। মারাত্মক দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় বালককে।
টেক্সাসভিত্তিক সংবাদমাধ্যম কেজানকে কেইডেন জানায়, সে ও তার ভাই গত ১৬ আগস্ট টিকটকের ভিডিওতে দেখা কাজ করার চেষ্টা করে। শুরুতে এক্সপেরিমেন্টটি কাজ করবে বলে মনে হয়েছিল।
কেইডেনের ভাই তাকে বোতল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলে। এরপরও এক্সপেরিমেন্টটি ছিল বিপজ্জনক।
কেইডেন জানায়, তার ভাই তাকে বোতলটি ধরে ছুড়ে ফেলতে বলে। তার কথা অনুযায়ী সে বোতলটি ডাস্টবিনে ফেলার চেষ্টা করে। ওই সময় তার শার্টে আগুন ধরে যায়।
কেজানের খবরে বলা হয়, ওয়াকিবহাল না হয়েই দুই বালক আইসোপ্রোপিল অ্যালকোহল ব্যবহার করে। এ ধরনের অ্যালকোহল বিপজ্জনক অগ্নিশিখা তৈরি করতে পারে।
এ আগুনে কেইডেন দ্বিতীয় থেকে তৃতীয় মাত্রার দগ্ধ হয়। তার দেহের ১১ শতাংশ পুড়ে যায়।
দুর্ঘটনার সময় এ দুই বালকের মা ছিলেন বাসার অন্য কক্ষে। ৯১১ নম্বরে কল করার কথা শুনে দুই ভাইয়ের এক বন্ধু তাদের মাকে বিষয়টি জানায়।
বালকের মা ক্রিস্টিনা ব্যালার্ড কেজানকে জানান, তার ছেলের মুখ, বুক, বাহু ও পেটে আগুন ধরে। তার চামড়া যেন গলে গেছে।
তিনি আরও জানান, তার ছেলেরা টিকটকে রেডিট স্টোরিগুলো শুনতে পছন্দ করত। এ কারণে তাদের অবস্থা এমন হবে, তা তিনি ভাবতেই পারেননি।