ইটালির প্রধানমন্ত্রীকে গালি দিয়ে বিপাকে ‘প্লেসিবো’ ভোকাল

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ২৩:৪৫

প্লেসিবোর ভোকাল-গিটারিস্ট ব্রায়ান মোলকো। কার্টেসি ফটো

প্লেসিবোর ভোকাল-গিটারিস্ট ব্রায়ান মোলকো। কার্টেসি ফটো

  • 0

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রকাশ্যে ‘বর্ণবাদী’ ও ‘ফ্যাসিস্ট’ বলায় ব্রিটিশ অল্ট-রক ব্যান্ড ‘প্লেসিবো’র ভোকাল-গিটারিস্ট ব্রায়ান মোলকোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

প্লেসিবো গত সপ্তাহে তুরিনের স্টুপিনিগির সোনিক পার্ক ফেস্টিভ্যালে প্রায় ১০ হাজার দর্শকের সামনে পারফর্ম করছিল। এ সময় মঞ্চ থেকে ইটালিয়ান ভাষায় অ্যামেরিকায় জন্ম নেয়া মোলকো বলেন, ‘জর্জিয়া মেলোনি, তুমি বিষ্ঠার টুকরো; তুমি ফ্যাসিবাদী, বর্ণবাদী।’

ইটালির ফৌজদারি আইন অনুযায়ী, সরকার, পার্লামেন্ট, আদালত বা সেনাবাহিনীকে কেউ প্রকাশ্যে অপমান করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৫৬০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

মেলোনিকে নিয়ে মোলকোর মন্তব্যের কারণে ১ অগাস্ট ইটালিতে প্লেসিবোর কনসার্ট নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইটালির সবচেয়ে দক্ষিণপন্থি দল হিসেবে পরিচিত ব্রাদার্স অফ ইটালির নেতৃত্বে আছেন ৪৬ বছর বয়সী মেলোনি। তিনি গত সেপ্টেম্বরে অভিবাসনবিরোধী নীতি গ্রহণের পাশাপাশি এলজিবিটিকিউ অধিকার সীমিত করার চেষ্টা চালাচ্ছেন।

এর আগে অভিবাসীদের বিষয়ে মেলোনির অবস্থানের জন্য তাকে ‘জারজ সন্তান’ বলে গালি দিয়েছিলেন লেখক ও কর্মী রবার্তো স্যাভিয়ানো


0 মন্তব্য

মন্তব্য করুন