পুলিশের ওপর হামলাকারীর ১২ বছরের কারাদণ্ড

টিবিএন ডেস্ক

জুন ২২ ২০২৩, ১:১১

পুলিশের ওপর আক্রমণকারী ড্যানিয়েল রদ্রিগেজ। ছবি: সিবিএস

পুলিশের ওপর আক্রমণকারী ড্যানিয়েল রদ্রিগেজ। ছবি: সিবিএস

  • 0

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল রায়টের সময় পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণের জন্য এক ব্যক্তিকে ১৫১ মাস বা ১২ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে ওয়াশিংটনের আদালত।

ড্যানিয়েল "ডিজে" রড্রিগেজ নামের ওই ব্যক্তি ফেব্রুয়ারিতে আদালতের কাছে স্বীকার করেন যে তিনি সাবেক ওয়াশিংটন ডিসি পুলিশ অফিসার মাইকেল ফ্যানোনকে একটি টেজার দিয়ে আক্রমণ করেছিলেন। ফ্যানোন ওই আক্রমণের ফলে চেতনা হারান।

ডিজে এও স্বীকার করেছেন যে, কংগ্রেসকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রত্যয়িত করা থেকে বিরত রাখতে কাজ করেছেন তিনি। ফ্যানোনের চিকিৎসার জন্য রড্রিগেজকে ৯৬ হাজার ডলার জরিমানা দিতে হবে।

ডিজের জন্য ১৪ বছরের সাজার অনুরোধ করে প্রসিকিউটররা আবেদনে বলেন যে, রড্রিগেজ একটি গ্রুপ চ্যাট পরিচালনা করতেন যেখানে তিনি ও আরেক আসামী তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৬ জানুয়ারির সমাবেশ ঘোষণা করার আগে ওয়াশিংটন ডিসিতে হামলা ও অপারেশন নিয়ে আলোচনা করেছেন ও পরে ডিসিতে ওইদিন তারা উপস্থিত ছিলেন।

রড্রিগেজের আইনজীবীদের দাবি তিনি তার কর্মের জন্য ‘অনুতপ্ত’। রড্রিগেজ ফ্যানোনের কাছে একটি চিঠি লিখেছিলেন যাতে তাকে একজন সাহসী ব্যক্তি বলে অভিহিত করেছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন