টেক্সাসে ৮ বছর আগে হারানো যুবক ফিরে পেলেন পরিবার

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৩, ২১:৪৪

নিখোঁজ হওয়ার ৮ বছর পর পরিবার পেলেন রুডি ফেরিয়াস। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার ৮ বছর পর পরিবার পেলেন রুডি ফেরিয়াস। ছবি: সংগৃহীত

  • 0

টেক্সাসে আট বছর আগে হারানো এক যুবককে খুঁজে পেয়েছে তার পরিবার। টেক্সাস সেন্টার ফর দ্য মিসিং রোববার জানিয়েছে, ১৮ বছর বয়সী রুডি ফারিয়াস ২০১৫ সালের ৬ মার্চ নিখোঁজ হয়েছিলেন। আট বছর পর তাকে খুঁজে পাওয়া গেছে।

নিখোঁজের সময় রুডি তার কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন। পরে কুকুরটিকে খুঁজে পাওয়া গেলেও রুডিকে আর পাওয়া যায়নি।

সংস্থাটি এক টুইটের মাধ্যমে জানিয়েছে, বর্তমানে রুডি ২৬ বছর বয়সী যুবক। রুডিকে একটি চার্চের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চার্চের কর্তৃপক্ষ নাইন ওয়ান ওয়ান নাম্বারে কল করে। এরপর অনুসন্ধান করে রুডির পরিচয় পাওয়া যায়।

রুডির মা জানিয়েছেন, রুডির শরীরে অনেক কাটাছেঁড়া ও ক্ষতচিহ্ন রয়েছে। তবে রুডির বেঁচে থাকায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

হারিয়ে যাওয়া ব্যক্তিদের অনুসন্ধান সংস্থা টেক্সাস ইকুসার্চের পরিচালক টিম মিলার বলেন, ‘এটি কীভাবে ঘটল আমরা জানি না। আমরা অলৌকিতায় বিশ্বাস করি এবং এটি অবশ্যই অলৌকিক ঘটনা ছিল। আমরা রুডিকে অনেক খুঁজেছি, সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি।’

তিনি বলেন, ‘এখানে তদন্তের অনেক জায়গা আছে। আসলে কী ঘটেছে, কোথায় এবং কীভাবে ঘটেছে।’

টেক্সাস ইকুসার্চ এর আগে তাদের ওয়েবসাইটে জানায়, রুডি বিষণ্নতা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার ও উদ্বিগ্নতায় ভুগছেন। এমনকি তিনি আত্মহত্যার চেষ্টাও করেন। তাদের ধারণা, রুডি হারানোর সময় কোনো ওষুধ নিচ্ছিলেন না তাই দিশেহারা হয়ে পড়েন। রুডির হাঁপানির সমস্যাও রয়েছে কিন্তু তার কাছে কোনো ইনহেলার ছিল না।

রুডির মা জানিয়েছেন, অপরিচিতদের সামনে তিনি নিজেকে আড়ষ্ট রাখে।

রুডি এখন হাসপাতালে চিকিৎসাধীন।


0 মন্তব্য

মন্তব্য করুন