সিলেটে নিজ বাড়িতে বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘অ্যামেরিকা বাংলাদেশের বন্ধু। তারাও আমাদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চায়। বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।’
পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, মানবাধিকার ইস্যুতে অ্যামেরিকায় যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছে।
মন্ত্রী বলেন, ‘অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। অ্যামেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। তাই অ্যামেরিকা থেকে ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন।’