বৃষ্টি বিঘ্নিত দিনে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

টিবিএন ডেস্ক

জুন ৩০ ২০২৩, ২৩:৩৮

ফিফটির পর দর্শক অভিবাদনের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। ছবি: ইসিবি

ফিফটির পর দর্শক অভিবাদনের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা। ছবি: ইসিবি

  • 0

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনশেষে ২২১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে ৩২৫ রানে অলআউট করে দেয়ার পর ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিনশেষ করেছে অজিরা।

উইকেটে ৬ রান নিয়ে খেলছিলেন স্টিভেন স্মিথ। তার সঙ্গী উসমান খোয়াজার সংগ্রহ ৫৮*।

৯১ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করেন ডেভিড ওয়ার্নার ও খোয়াজা।

উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করে জশ টংয়ের বলে আউট হন ওয়ার্নার (২৫*)। ইনিংস বড় করতে পারেননি মারনাস ল্যাবুশেইনও।

৩০ রান করে তিনি ফেরেন জেমস অ্যান্ডারসনের বলে। দিনের বাকি সময় খোয়াজা ও স্মিথ নির্বিঘ্নে পার করে দেন।

বৃষ্টির কারণে শেষ সেশনে প্রায় ৪৫ মিনিট খেলা নষ্ট হয়।

এর আগে, ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে খেলতে নেমে ৩২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ৫০ রান করে আউট হন।

বাকিদের কেউই প্রতিরোধ গড় পারেননি। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ফেরেন ১৭ রানে। জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৬ আর ওলি রবিনসন করেন ৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। ট্র্যাভিস হেড ও জশ হেইজলউড পেয়েছেন ২টি করে উইকেট।


0 মন্তব্য

মন্তব্য করুন