ট্রাম্পের পরিকল্পনা ‘জানতেন না’ ডিসির পুলিশপ্রধান ও মেয়র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১ ২০২৫, ২১:০৯

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ডিসিতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর হোয়াইট হাউসের কাছে জড়ো হন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ডিসিতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর হোয়াইট হাউসের কাছে জড়ো হন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

  • 0

একটি সূত্র সিএনএনকে জানায়, ট্রাম্পের সিদ্ধান্তের বিস্তারিত কিংবা এটি কীভাবে ডিসি পুলিশের কৌশল পরিবর্তন করতে পারে, সে বিষয়ে বিশদ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকে সরাসরি ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা সোমবার জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার এ সংক্রান্ত ঘোষণার আগে রাজধানী শহরের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান পামেলা স্মিথ ও মেয়র মুরিয়েল বাউজার বিষয়টি জানতেন না বলে সিএনএনকে জানিয়েছে তিনটি সূত্র।

গত কয়েক দিন ধরে ডিসির সড়কে ফেডারেল এজেন্টদের উপস্থিতি বাড়ানো নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি বড় পরিসরে সম্মান দেখিয়েছেন মেয়র বাউজার।

ডেমোক্র্যাটিক পার্টির মেয়র রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তার ‘যৌথ অগ্রাধিকারগুলোও’ তুলে ধরেন। ওই সময় অপরাধ মোকাবিলায় আগ্রহের কথা জানান তিনি।

পুলিশ বাহিনীর ওপর ফেডারেল নিয়ন্ত্রণ নিয়ে জানতে চাইলে ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট কিংবা মেয়রের দপ্তরের কাছ থেকে কোনো উত্তর পায়নি ইউএসএ টুডে।

একটি সূত্র সিএনএনকে জানায়, ট্রাম্পের সিদ্ধান্তের বিস্তারিত কিংবা এটি কীভাবে ডিসি পুলিশের কৌশল পরিবর্তন করতে পারে, সে বিষয়ে বিশদ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে অবগত নন।

ডিসি সরকারের একটি সূত্র জানায়, সোমবারের ঘটনায় তারা বিস্মিত। কারণ সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও বাউজারের মধ্যে মতৈক্য ছিল। এর আগে মেয়রের দপ্তরের সঙ্গে হোয়াইট হাউসের নিয়মিত যোগাযোগ হয়েছে।

এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শুয়াব।