আইডাহোর শিক্ষার্থী হত্যাকারী কোবার্গারের যাবজ্জীবন কারাদণ্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ১:৪৬

ছবিঃ দণ্ডপ্রাপ্ত ব্রায়ান কোবার্গার

ছবিঃ দণ্ডপ্রাপ্ত ব্রায়ান কোবার্গার

  • 0

আইডাহো ইউনিভার্সিটির চার শিক্ষার্থীকে হত্যার দায়ে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, ব্রায়ান কোবার্গার। বুধবার, বোইযির এডা কাউন্টি আদালতে শুনানি শেষে এই রায় দেন, বিচারক স্টিভ হিপলার।

আইডাহোর মস্কো শহরে, ২০২২ সালের নভেম্বরে ঘটে যাওয়া এক হত্যাকাণ্ড স্তম্ভিত করেছিল পুরো দেশকে। রান্নাঘরের স্লাইডিং দরজা দিয়ে শিক্ষার্থীদের ভাড়া বাড়িতে প্রবেশ করে, কোনো ব্যক্তিগত কারণ ছাড়াই চারজনকে ছুরিকাঘাতে হত্যা করেন ৩০ বছর বয়সি, ব্রায়ান কোবার্গার। প্রায় তিন বছর আগে সংঘটিত ওই নৃশংস হত্যাকাণ্ডের জন্য, অভিযুক্তকে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, বোইযির ফেডারেল আদালত।

স্টেইট ভার্সেস টুহিল মামলার এই শুনানিতে, কোবার্গারের বিরুদ্ধে চারটি হত্যা অভিযোগ ও একটি চুরির অভিযোগ প্রমাণিত হয়। হত্যার সবগুলো অভিযোগেই প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন কোবার্গার। এছাড়া, চুরির দায়ে দশ বছরের কারাদণ্ড ও সবমিলিয়ে ২৭০ হাজার ডলার জরিমানা করেন বিচারক, স্টিভ হিপলার।

শুনানিতে প্রসিকিউটররা যেসব তথ্য প্রমাণাদি উপস্থাপন করেন তাতে, কোবার্গার তার অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তারা জানান, কোবার্গার আগে থেকেই এই সহিংসতার পরিকল্পনা করেছিলেন, এবং সে অনুযায়ী হত্যাকাণ্ডের প্রায় আট মাস আগে অনলাইন থেকে ছুরিটি কেনেন। হত্যাকাণ্ডের পর তার গাড়ির ভেতরের অংশও বেশ সাবধানতার সাথে পরিষ্কার করেন বলে উঠে আসে তদন্তে।

হত্যার সময় ওয়াশিংটন স্টেইট ইউনিভার্সিটিতে অপরাধবিজ্ঞানে স্নাতকোত্তর পড়ছিলেন কোবার্গার। প্রসিকিউটররা জানান, গত দোশরা জুলাই, কোহবার্গারের স্বীকারোক্তিমূলক জবাববন্দির মাধ্যমে একটি প্লি ডিল অনুযায়ী তার মৃত্যুদণ্ডাদেশ এড়ানো গেছে।

যদিও, রায় ঘোষণার পর ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এর আগেও, কোহবার্গারের মৃত্যুদণ্ড না পাওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেছিলেন নিহত কেইলি'র বাবা-মা। তবে, কোবার্গারের প্রতি তাদের ক্ষমাও প্রকাশ করেন কয়েকজন। প্রিয়জন হারানোর বেদনা নিয়েও ন্যায়বিচার প্রাপ্তিতে সন্তুষ্টি জানান তারা।