চেক ফিল্ম ফেস্টিভ্যালে রাসেল ক্রো-কে সম্মাননা

টিবিএন ডেস্ক

জুলাই ২ ২০২৩, ২১:৫২

অ্যাওয়ার্ড হাতে রাসেল ক্রো। ছবি: কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

অ্যাওয়ার্ড হাতে রাসেল ক্রো। ছবি: কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

  • 0

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চেক রিপাবলিকের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেতা রাসেল ক্রো-কে সম্মানিত করা হয়েছে।

স্পা টাউন কার্লোভি ভ্যারিতে শুক্রবার ফেস্টিভ্যালটির ৫৭তম আসর আয়োজিত হয়।

উদ্বোধনী রাতে ক্রোকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানানো হয়।

নিজের ব্যান্ড ইনডোর গার্ডেন পার্টির সঙ্গে পারফর্ম করেন ক্রো। পরের দিন তার সিনেমা ‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অফ দ্য ওয়ার্ল্ড’ উপস্থাপন করা হয়।

নিউ জিল্যান্ডের অধিবাসী রাসেল ক্রো ‘গ্ল্যাডিয়েটর’ -এ তার ভূমিকার জন্য ২০০১ সালে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে অ্যাকাডেমি পুরস্কার জিতেছিলেন।

ফেস্টিভ্যালের আয়োজকরা সুইডিশ অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্ডার এবং স্কটিশ অভিনেতা ইউয়ান ম্যাকগ্রেগরকেও সম্মানিত করবেন।

‘কার্লোভি ভ্যারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ৮ জুলাই পর্যন্ত চলবে।

গ্র্যান্ড জুরি ক্রিস্টাল গ্লোব শীর্ষ পুরস্কারের জন্য ১১টি সিনেমা নির্বাচন করবেন।


0 মন্তব্য

মন্তব্য করুন