ব্রুকলিনের একটি থানার কাছে পার্কিং লটে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির আটটি গাড়িতে বৃহস্পতিবার শুরুর সময়ে আগুন ধরিয়ে দিয়েছে নাশকতাকারীরা।
পুলিশের বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বুশউইকের নিকারবোকার এভিনিউ ও ব্লিকার স্ট্রিট সংলগ্ন ৮৩তম থানা এলাকায় বিক্ষোভকারীদের ‘স্পিক আউট’ কর্মসূচির কয়েক ঘণ্টা পর এ হামলা হয়। ওই বিক্ষোভে অংশগ্রহণকারীরা পুয়ের্তোরিকান ডে প্যারেডে আসা লোকজনের সঙ্গে পুলিশের আচরণের সমালোচনা করেন।
এনওয়াইপিডি বুধবার রাতের বিক্ষোভের বিষয়ে ওয়াকিবহাল ছিল, তবে বিক্ষোভের সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের কোনো সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে লটে থাকা এনওয়াইপিডির চিহ্নযুক্ত ও চিহ্নহীন গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক-এফডিএনওয়াই কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়।
বাহিনীর কর্মকর্তারা জানান, আগুন ও ভাঙচুরের ঘটনায় কেউ আহত হননি, তবে গাড়িগুলো বড় ধরনের ক্ষতির শিকার হয়।
ঘটনাস্থল থেকে কালো পোশাক পরা দুজনকে পালাতে দেখা যায়। ঘটনাস্থলে পাওয়া যায় একটি টর্চ লাইটার।
তদন্তকারীরা মনে করছেন, কেউ একজন পুলিশের চিহ্নযুক্ত গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।