২৪ ঘণ্টার বেশি সময় ধরে সিরিজ সংশোধনী ভোটাভুটি শেষে মঙ্গলবার সিনেটে পাস হয়েছে ‘বিগ, বিউটিফুল বিল’ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশাল কর ও ব্যয় পরিকল্পনার বিলটি।
সিনেটে সামান্য ব্যবধানে পাস হওয়া ভোটটিকে ট্রাম্পের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
সিবিএস নিউজ জানায়, বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির তিনজন আইনপ্রণেতা বিলটি পাসের বিপক্ষে ভোট দেন। বাকি সবাই বিলটির পক্ষে রায় দেন।
ব্যবধান গড়ার ভোটটি দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভোটটির বিপক্ষে থাকা সব ডেমোক্র্যাটের সঙ্গে যোগ দেন নর্থ ক্যারোলিনার রিপাবলিকান টম টিলিস, কেন্টাকির র্যান্ড পল ও মেইনের সুসান কলিন্স।
বিলটি নিয়ে সপ্তাহান্তজুড়ে কাজ করার পর সিনেটে ভোটাভুটি হয়। কংগ্রেসের উচ্চকক্ষে পাসের পর এটি এখন হাউসে ফিরবে।
বিলটিকে সই করে দ্রুত আইনে রূপান্তরের অঙ্গীকার করেছেন ট্রাম্প। ৪ জুলাইয়ের মধ্যে বিলটিকে অনুমোদন দিতে আইনপ্রণেতাদের তাগিদ দিয়েছেন তিনি।
বিলটি সিনেটে পাস হওয়া কংগ্রেসের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ নেতা জন টুনের জন্য বড় বিজয়। বিল নিয়ে বিরোধিতার মধ্যেও এর পক্ষে রিপাবলিকানদের সংগঠিত করতে কাজ করেন তিনি।
বিগ, বিউটিফুল বিলে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া এ বিলে ট্রিলিয়ন ডলারের বেশি করছাড়ের প্রস্তাব রয়েছে।
কংগ্রেসের বাজেট অফিসের প্রাক্কলন অনুযায়ী, বিলটি আইন আকারে পাস হলে আগামী এক দশকে ফেডারেল সরকারের ঘাটতি বেড়ে হবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার।