নিউইয়র্কের কুইনস, ব্রংকস, ব্রুকলিন ও ইনউডে রাত ১টা থেকে ২টা ২০ মিনিটের মধ্যে বেশিরভাগ ঘটনাগুলো ঘটেছে।
ব্রংকসের ট্রেমন্টে রাত ২টা ২০ মিনিটের দিকে ১৮ ও ১৯ বছর বয়সী দুই জন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়া হলে ১৮ বছর বয়সীকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন চিকিৎসাধীন।
এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে ব্রুকলিনে লিভনিয়া অ্যাভিনিও অ্যান্ড ব্রিস্টল স্ট্রিটে আনুমানিক রাত দেড়টার দিকে এক নারী গুলিবিদ্ধ হন।
এ ঘটনাতে এক সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।
এরপর আনুমানিক ২টা ২০ মিনিটে থ্রি ফোর ফোর চেস্টার স্ট্রিটে ২০ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হন।
এদিন রাতেই ইনউডের ভারমিলিয়া অ্যাভিনিওতে ৩০ বছর বয়সী এক পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গুলির ঘটনা ঘটেছে কুইন্সেও। জ্যামাইকা স্টেশনের ওয়ান নাইন ফোর জিরো সেভেন ওয়ান টুয়েলভথ স্ট্রিটে ৫৩ বছর বয়সী এক নারী গুলিবিদ্ধ হন। তাকে লং আইল্যান্ড জিউস মেডিক্যাল হসপাতালে নেয়া হয়েছে।
কিছুক্ষণ পর ১২টা ৩৮ মিনিটে ব্রোনক্সের টু সেভেন ফোর ফাইভ অ্যাভিনিওতে ৩৪ বছর বয়সী এক পুরুষ গুলিবিদ্ধ হন।
তারও ৩০ মিনিট পর একই এলাকায় ডিউই অ্যাভিনিওতে মাথায় টু সেভেন সেভেন ফোর স্ট্রিটে ৩৬ বছর বয়সী পুরুষ গুলিতে আহত হন। তাকে পর পর দুটি গুলি করা হয়েছে।
ভোরের দিকে ব্রুকলিনের কনি আইল্যান্ডে আরও এক পুরুষের গুলিবিদ্ধ হবার খবর পাওয়া যায়।