ভারতে ভুয়া খবর শনাক্ত করবে সরকারের পিআইবি

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৩, ২১:৪১

ভারতে ভুয়া খবর শনাক্ত করবে সরকারের পিআইবি
  • 0

ভারতে কেন্দ্রীয় সরকার সম্পর্কে যেকোনো ‘ভুয়া, মিথ্যা বা বিভ্রান্তিকর’ তথ্যের ফ্যাক্টচেকিংয়ের ক্ষমতা পেয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

পিআইবি ‘ভুয়া, মিথ্যা বা বিভ্রান্তিকর’ তথ্য যাচাই করে সেগুলো সরিয়ে নিতে ফেসবুক, টুইটার, গুগলসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশনা দিতে পারবে। 

পিআইবির এক মুখপাত্র জানিয়েছেন, কোম্পানিগুলি পিআইবির ফ্যাক্ট চেক সংক্রান্ত নির্দেশনা না মানতে চাইলে তারা প্রচলিত দায়মুক্তির সুবিধা হারাবে। 

আইটি বিধিমালা ২০২১-এ সংশোধন করে পিআইবিকে এ ক্ষমতা দেয়া হয়েছে। তবে এই সংশোধনী নিয়ে বিতর্ক চলছে ভারতে। 

এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং দ্য নিউজ ব্রডকাস্টার অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, এটি সংবাদমাধ্যমের ওপর ‘সেন্সরশিপ’ আরোপের পথ খুলে দেবে। 

তবে আইটি অ্যান্ড ইলেক্ট্রনিক্স মিনিস্ট্রের স্টেইট মিনিস্টার রাজীব চন্দ্রশেখর এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘আমরা মিডিয়াকে সেন্সর করছি না। পিআইবির চিহ্নিত করা ভুয়া খবর সরিয়ে নিতে প্ল্যাটফর্মগুলো অস্বীকার করলে বিষয়টিকে আইনিভাবে মোকাবেলা করা হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন