পুলিশের শুধু একটি ইউনিটের হাতে মারণাস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
র্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সচিবালয়ে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে।
তিনি জানান, র্যাব পুনর্গঠনে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদা) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
কোরবানির ঈদে যানজট নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদে গরুর হাটকে কেন্দ্র করে রাস্তায় যানজট কমাতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। গরুভর্তি ট্রাক যেন রাস্তায় যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদে গরুর হাটে ছিনতাই, চাঁদাবাজি ও মলম পার্টির দৌরাত্ম্য সৃষ্টি হয়। এটিকে শক্তভাবে দমন করার জন্য প্রতি হাটে ১০০ করে আনসার সদস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে নির্দিষ্ট সময়ে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।