কুইন্সে গাড়িতে পড়ে ছিল গুলিবিদ্ধ তরুণের মরদেহ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১ ২০২৫, ২৩:০১

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের গাড়ির সামনে ক্রাইম সিন লেখা ফিতা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের গাড়ির সামনে ক্রাইম সিন লেখা ফিতা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা পুলিশকে জানান, রবিবার শুরুর সময়ে তারা সম্ভাব্য গুলির আওয়াজ পেয়েছেন।

নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি সড়কে গুলিবিদ্ধ এক তরুণকে গাড়িতে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটির বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, ৩২ বছর বয়সী যুবককে বিউইকের গাড়িতে পাওয়া যায়।

পুলিশের ভাষ্য, ৯১১ নম্বরে কল পেয়ে বাহিনীর সদস্যরা ক্যালিফোর্নিয়ার লাইসেন্স প্লেট থাকা বিউইক গাড়িতে মাথায় গুলিবিদ্ধ তরুণকে পান। ওজোন পার্কের লিন্ডেন বোলেভার্ডের কাছে ৯৭তম সড়কে রবিবার বেলা একটা ৪০ মিনিটে তাকে পাওয়া যায়।

ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা পুলিশকে জানান, রবিবার শুরুর সময়ে তারা সম্ভাব্য গুলির আওয়াজ পেয়েছেন।