চাকরি ও আর্থিক অবস্থা নিয়ে পরিবারগুলোর উদ্বেগের মধ্যে নভেম্বরে অ্যামেরিকার ভোক্তাদের আস্থার অবনতি হয়েছে।
এর সম্ভাব্য আংশিক কারণ হতে পারে সম্প্রতি শেষ হওয়া সরকারের শাটডাউন।
রয়টার্স জানায়, কনফারেন্স বোর্ড মঙ্গলবার জানায়, তাদের ভোক্তা আস্থা সূচক চলতি মাসে কমে হয়েছে ৮৮ দশমিক সাত। এর আগে অক্টোবরে সেটি ছিল ৯৫ দশমিক পাঁচ।
আস্থা সূচকের বিষয়ে রয়টার্স যেসব অর্থনীতিবিদের ওপর জরিপ করে, তাদের পূর্বাভাস ছিল সূচকের অবনতি হয়ে ৯৩ দশমিক চারে নামবে। যদিও অক্টোবরে সূচকের অবস্থান ৯৪ দশমিক ছয়ে থাকার আভাস দেওয়া হয়েছিল।
ভোক্তাদের মনোভাব নিয়ে কনফারেন্স বোর্ডের প্রধান অর্থনীতিবিদ ডানা পিটারসন বলেন, অর্থনীতিকে প্রভাবিত করে এমন বিষয়গুলো নিয়ে ভোক্তাদের লিখিত মতামতে ঘুরেফিরে এসেছে মূল্য ও মূল্যস্ফীতি, শুল্ক, বাণিজ্য ও রাজনীতি। এ ছাড়া ফেডারেল সরকার শাটডাউনের বিষয়ে ক্রমবর্ধমান উল্লেখ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, শ্রম বাজারের কথা উল্লেখ কমে এলেও বারবার আসা অন্য বিষয়ের একটি হিসেবে সেটি রয়ে গেছে।
এ অর্থনীতিবিদের মতে, নভেম্বর সংক্রান্ত লিখিত মতামতগুলো অক্টোবরের চেয়ে সামান্য নেতিবাচক।