আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থী ছাড়া জুলাই অভ্যুত্থান সম্ভব হতো না: নাহিদ

মোহাম্মদ ইরফানুল ইসলাম, হাটহাজারী (চট্টগ্রাম)

প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ২০:১৮ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৬:০১

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় রবিবার রাতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: টিবিএন

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় রবিবার রাতে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: টিবিএন

  • 0

বন্দর নগরীর বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পর রাতেই হাটহাজারীর মাদ্রাসাটির উদ্দেশে রওনা হন নাহিদসহ এনসিপির নেতা-কর্মীরা।

বাংলাদেশের আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্ভব হতো না বলে রবিবার রাতে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বন্দর নগরীর বিপ্লব উদ্যানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পর রাতেই হাটহাজারীর মাদ্রাসাটির উদ্দেশে রওনা হন নাহিদসহ এনসিপির নেতা-কর্মীরা।

মাদ্রাসাটিতে দেওয়া বক্তব্যে অভ্যুত্থানে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন নাহিদ ইসলাম।

গত বছরের অভ্যুত্থানে সম্মুখসারির ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতিতে বিকাশমান একটি দলের নেতৃত্ব দেওয়া এ তরুণ বলেন, ‘আমরা ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ডের কথা জানি। গণহত্যা সংঘটিত হয়েছিল। তারপরও আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা কখনও প্রতিবাদ থামায়নি। তারা যেকোনো জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চালিয়েছে।

‘আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। ফলে এই গণঅভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আপনাদের যে আত্মত্যাগ, আত্মদান, সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইতিহাসে যুগ ‍যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।’