ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেলেন অভিনেতা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭ ২০২৫, ২১:৩৯

মিসরের সিনেমাটোগ্রাফার ও অভিনেতা তাইমুর তাইমুর। ছবি: এক্স

মিসরের সিনেমাটোগ্রাফার ও অভিনেতা তাইমুর তাইমুর। ছবি: এক্স

  • 0

তাইমুর ঠিক কোন পরিস্থিতিতে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গালফ নিউজ।

মিসরের উত্তর উপকূলের রাস এল হিকমা এলাকায় শনিবার সন্ধ্যায় ছেলেকে পানি থেকে বাঁচাতে গিয়ে ডুবে মারা গেছেন এক সিনেমাটোগ্রাফার ও অভিনেতা তাইমুর তাইমুর।

ইজিপশিয়ান সিন্ডিকেট অব আর্টিস্টিক প্রফেশনসের বরাতে গালফ নিউজ রবিবার এ তথ্য জানায়।

তাইমুরের বেদনাদায়ক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিন্ডিকেট।

তাইমুর ঠিক কোন পরিস্থিতিতে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গালফ নিউজ।

সিন্ডিকেটের বিবৃতিতে বলা হয়েছে, দেশের নাটক ও সিনেমার ফটোগ্রাফিতে আলোচিত মুখ ছিলেন তাইমুর।

অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন কিছু অভিনয়শিল্পী।

অভিনেত্রী ইয়াসমিন আবদেল আজিজ ইনস্টাগ্রামে শোক জানিয়ে লিখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাইমুর ছিলেন তার দেখা সবচেয়ে দয়ালু ও সাহসী ব্যক্তি।

তাইমুরের বন্ধু অভিনেতা হোসাম দাগের ফেসবুক পোস্টে লিখেন, ‘একজন বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে গেলেন। হে তাইমুর, এ বেদনা দুঃসহ।’

বন্ধুবিয়োগে কান্না ধরে রাখতে পারেননি জানিয়ে এ অভিনেতা তাইমুরকে শহীদ হিসেবে কবুল করে নিতে আল্লাহর কাছে প্রার্থনা করেন।

হোসামের মতে, ছেলেকে রক্ষা করতে গিয়ে বীরের মতো মারা গেছেন তাইমুর।