কোবেইনের নিজ হাতে ভাঙা ব্ল্যাক ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের গিটারটি। ছবি: গেটি ইমেজেস
0
অ্যামেরিকান গ্রাঞ্জ রক ব্যান্ড নির্ভানার প্রয়াত ভোকাল কার্ট কোবেইনের ব্যবহৃত ভাঙা একটি গিটার নিলামে প্রায় ৬০০ হাজার ডলারে বিক্রি হয়েছে।
নিউ ইয়র্কের হার্ড রক ক্যাফেতে শনিবার কোবেইনের নিজ হাতে ভাঙা ব্ল্যাক ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের গিটারটি নিলামে তোলা হয়। প্রত্যাশার চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি দামে বিক্রি হয় গিটারটি। জুলিয়ানস অকশন এর জন্য ৬০ থেকে ৮০ হাজার ডলার প্রত্যাশা করলেও দাম ওঠে ৫৯৬,৯০০ ডলারে।
গ্র্যাঞ্জ রকের অন্যতম পুরোধা হিসেবে ৯০ দশকের শুরুতে বিশ্বজুড়ে পরিচিতি পান কোবেইন। নির্ভানা তাদের ব্রেক-আউট অ্যালবাম ‘নেভারমাইন্ড’-এ কাজ করার সময়ে গিটারটি ভেঙে যায়।
জুলিয়ানস অকশনের কোডি ফ্রেডরিক এএফপিকে বলেন, ‘তিনি বেশ ক্রুদ্ধ থাকতেন। তাকে মঞ্চে দেখলে সেটি অনুভব করা যেত। উনি তার বাদ্যযন্ত্রের সঙ্গে যেমন আচরণ করতেন তা দেখলে বোঝা যেত তার ক্রোধ।’
অকশন হাউযটি জানায়, ১৯৯২ সালে নর্থ অ্যামেরিকায় নির্ভানার নেভারমাইন্ড টুরের সময় লেনেগানকে গিটারটি দেন কোবেইন।
গিটারটির কে কিনেছেন তার পরিচয় প্রকাশ করেনি জুলিয়ানস। তবে এর আগের মালিক ছিলেন টনি পামার।
বছর দুয়েক আগে, এমটিভি আনপ্লাগড পারফরম্যান্সে ব্যবহৃত কোবেইনের অ্যাকোস্টিক গিটারটি ছয় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।