তিনি গত রোববার থেকে শুরু করে শনিবার পর্যন্ত বাজিয়ে এই ড্রামথন শেষ করেন। ১৫০ ঘণ্টারও বেশি সময় ধরে ড্রাম বাজিয়ে তিনি এর আগের ১৩৪ ঘণ্টা পাঁচ মিনিটের রেকর্ড ভেঙেছেন।
অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২১ সালের জানুয়ারিতে মারা যান সঙ্গী ৪৯ বছর বয়সী শ্যারন ডিগান। আর সেই ডিগানের স্মরণে ব্রাউন এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন।
লিসবার্ন মিউজিক সেন্টারে শনিবার বিকেলে বিশ্বরেকর্ড করার পর ব্রাউন বলেন, ‘এটি একটি বিশাল উদ্যোগ। যারা আমাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার মনে সবসময় এটি করার ইচ্ছা ছিল। আমি ডিগানের স্মৃতিতে এটি করতে চেয়েছিলাম।’
ব্রাউন এর আগে দুইবার দীর্ঘতম ড্রামিং ম্যারাথনের বিশ্বরেকর্ড ভেঙেছিলেন, প্রথমবার ২০০৩ সালে ৫৮ ঘণ্টা বাজিয়ে এবং এরপর ২০০৮ সালে ১০৩ ঘণ্টা ধরে ড্রাম বাজিয়ে।