বাংলাদেশে মরিচের ঝাল কমাতে ভারত থেকে আমদানি শুরু

টিবিএন ডেস্ক

জুলাই ২ ২০২৩, ২০:২৯

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

বাংলাদেশে কাঁচা মরিচের আগুন দামের মধ্যে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ঈদের ছুটির পরে রোববার বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ বাংলাদেশে পৌঁছেছে। রাতে আরও মরিচ পৌঁছাবে।

কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যে ৯৩ টন আমদানি হয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান বলেন, রোববার মোট ছয়টি ট্রাকে কাঁচা মরিচ এসেছে। সন্ধ্যায় আরও কিছু কাঁচা মরিচ আসার কথা রয়েছে।

অন্যদিকে ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে বাংলাদেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।


0 মন্তব্য

মন্তব্য করুন