ভবিষ্যতে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প জুনিয়র

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২১ ২০২৫, ১৪:২৫

অ্যামেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: এপি

অ্যামেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। ছবি: এপি

  • 0

ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র বুধবার বলেছেন, তিনি ‘হয়তো কোনো একদিন’ অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগে তিনি হোয়াইট হাউসের দৌড়ে নামার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বড় ছেলে, ট্রাম্প জুনিয়র ভবিষ্যতে অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

বুধবার লুসাইল শহরে কাতার ইকোনোমিক ফোরামে ট্রাম্প জুনিয়রের ভবিষ্যেতে অ্যামেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, হয়তো একদিন সেটা হতেও পারে, কেননা, এ ধরণের আহ্বানও আছে। তবে তা কবে তা তিনি নিশ্চিত নন। তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিকে বদলে ফেলেছেন বলেও মনে করেন ট্রাম্প জুনিয়র।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প অর্গানাইজেশন সরকারি কোনো সংস্থার সঙ্গে ব্যবসা করে না, তারা সব বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকে ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প জুনিয়র। তার বাবার এ সফর অ্যামেরিকা ও মধ্যপ্রাচ্য সম্পর্ককে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে, যা বিনিয়োগকারীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করেন তিনি।

ব্যবসায়ী হিসেবে পরিচিয়ের পাশাপাশি বাবা ডনাল্ড ট্রাম্পের প্রচারণাসহ তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা রেখে আসছিলেন তার বড় ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র। বিশেষ করে ২০১৬ সালের নির্বাচনে বাবার নির্বাচনী প্রচারণায় ব্যাপক ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া রিপাবলিকান পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী পর্যায়েও ট্রাম্প জুনিয়র কার্যকরভাবে ভূমিকা রেখেছেন। তাই বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের পথ ধরে ভবিষ্যতে তার সক্রীয় রাজনীতিতে অংশগ্রহণ ও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মতো সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে।