ব্রঙ্কসে রাতের আঁধারে গাড়ি ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ৬:২৪

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: এবিসি নিউজ

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ছবি: এবিসি নিউজ

  • 0

নিহত ব্যক্তি ওই সময় ঘটনাস্থলে কি করছিলেন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

ব্রঙ্কসে রোববার ব্রঙ্কসে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা ঘটেছে। গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রাত ২টার দিকে মেজর ডিগান এক্সপ্রেসওয়ে ও মোশোলু পার্কওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। প্রথমে উদ্ধারকারীরা ভুক্তভোগীকে সেন্ট বার্নাবাস হসপিটালে নিয়ে যান। যেখানে পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা দেয়া গাড়িটিকে খুজচ্ছে পুলিশ। তবে গাড়িটির সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

নিহত ব্যক্তি ওই সময় ঘটনাস্থলে কি করছিলেন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কর্মকর্তারা বলছেন, ঘটনার সময় ভুক্তভোগী রাস্তায় কী করছিলেন তা এখনও স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ মারাত্মক এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।