ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির জন্য অ্যামেরিকার সর্বশেষ প্রস্তাবে ইসরায়েল রাজি হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে হোয়াইট হাউস।
অ্যামেরিকার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, গাজার নিয়ন্ত্রক দল হামাসের কাছে প্রস্তাবটি পাঠানোর আগে তাতে সম্মতি দিয়েছে ইসরায়েল।
তিনি জানান, ইসরায়েলের সম্মতির পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত স্টিভ উইটকফ প্রস্তাবটি হামাসের কাছে জমা দেন।
যুদ্ধবিরতির সম্ভাবনার বিষয়ে লেভিট বলেন, ‘আমি এটিও নিশ্চিত করতে পারি যে, এসব (যুদ্ধবিরতি) আলোচনা অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে, গাজায় যুদ্ধবিরতি শুরু হবে, যাতে করে আমরা সব জিম্মিকে বাড়িতে ফেরত আনতে পারি।’
যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, বিষয়টি জানা নেই তার।
দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা গাজা উপত্যকার মধ্যভাগে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের চালু করা নতুন ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্রে কয়েকটি বিস্ফোরণের খবরের মধ্যে হোয়াইট হাউস যুদ্ধবিরতির খবর জানাল।
এর আগে গাজাজুড়ে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়। এর মধ্যে গাজা সিটির আস-সারায়া জংশনে ইসরায়েলি বোমায় নিহত হন ৯ জন।
গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ২৪৯ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ২৩ হাজার ৪৯২ জন আহন হন বলে জানায় উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হন। ওই দিন ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২০০ জনকে।