এপির প্রতিবেদন
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয় নিশ্চিত মামদানির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১ ২০২৫, ১৯:২৫ হালনাগাদ: নভেম্বর ১৫ ২০২৫, ১২:৫০

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। ফাইল ছবি

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি। ফাইল ছবি

  • 0

দেশের সবচেয়ে জনবহুল নগরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুওমোর বিপরীতে মামদানির জয় নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। বাকি আছে আনুষ্ঠানিকতা।

জনকল্যাণের প্রতিশ্রুতি ও ব্যক্তিগত কারিশমা দেখিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন সমাজতন্ত্রী জোরান মামদানি।

দেশের সবচেয়ে জনবহুল নগরের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুওমোর বিপরীতে মামদানির জয় নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। বাকি আছে আনুষ্ঠানিকতা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি মঙ্গলবার জানায়, উল্লেখযোগ্য ব্যবধানে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হন জোরান মামদানি।

কোনো নির্বাচনে ভোট গণনাসহ প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে কোনো প্রার্থীর জয়ের নিশ্চয়তার বিষয়ে আত্মবিশ্বাসী হলে এপি তাকে জয়ী ঘোষণা করে।

নিউ ইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশনস র‌্যাঙ্কড চয়েস ব্যালটের ফল প্রকাশ করার পর মামদানিকে জয়ী বলে জানায় এপি।

নিউ ইয়র্ক টাইমস জানায়, কুইন্স থেকে নির্বাচিত স্টেইট অ্যাসেম্বলিম্যান মামদানি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে পড়া ভোটের ৫৬ শতাংশ পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর কুওমো পান ৪৪ শতাংশ ভোট।

মধ্য জুলাইয়ে ভোটের চূড়ান্ত ফলের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে ইলেকশনস বোর্ড।

প্রাইমারিতে জয়ের পর নভেম্বরে অনুষ্ঠেয় চূড়ান্ত ভোটে নজর দিচ্ছেন ৩৩ বছর বয়সী মামদানি। এ নির্বাচনে তার মুখোমুখি হবেন সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস।

ডেমোক্র্যাটিক প্রাইমারি এড়াতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন নিউ ইয়র্কের নগরপিতা।

ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হারলেও নির্বাচনি লড়াই থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেননি কুওমো। শেষ পর্যন্ত দৌড়ে থাকলে তিনিও হবেন মামদানির প্রতিদ্বন্দ্বী। এর বাইরে গার্ডিয়ান অ্যাঞ্জেলসের প্রতিষ্ঠাতা কুর্টিস সিলওয়া রিপাবলিকান পার্টির হয়ে এবং আইনজীবী জিম ওয়ালডেন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন চূড়ান্ত ভোটে।