ব্রুকলিনে মাথায় গুলি করে যুবককে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৩০ ২০২৫, ১৯:৩০

জরুরি সেবার ৯১১ নম্বরে কল পেয়ে বেডফোর্ড-স্টাইভেস্যান্টের মার্টল এভিনিউ ও টম্পকিন্স এভিনিউর কোনার কাছে একটি ভবনের বাইরে ১৮ বছর বয়সী জেরেমিয়াহ গ্রিফিথসকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। ছবি: এনওয়াই ডেইলি নিউজ।

জরুরি সেবার ৯১১ নম্বরে কল পেয়ে বেডফোর্ড-স্টাইভেস্যান্টের মার্টল এভিনিউ ও টম্পকিন্স এভিনিউর কোনার কাছে একটি ভবনের বাইরে ১৮ বছর বয়সী জেরেমিয়াহ গ্রিফিথসকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। ছবি: এনওয়াই ডেইলি নিউজ।

  • 0

হাসপাতালে দুই দিন থাকার পর বুধবার এ যুবকের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মাথায় গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে।

এনওয়াই ডেইলি নিউজের খবরে জানানো হয়, সোমবার মাথায় গুলিবিদ্ধ এ যুবক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। পুলিশ বৃহস্পতিবার তার মৃত্যুর খবর জানায়।

পুলিশ জানায়, জরুরি সেবার ৯১১ নম্বরে কল পেয়ে বেডফোর্ড-স্টাইভেস্যান্টের মার্টল এভিনিউ ও টম্পকিন্স এভিনিউর কোনার কাছে একটি ভবনের বাইরে ১৮ বছর বয়সী জেরেমিয়াহ গ্রিফিথসকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে গুরুতর অবস্থায় গ্রিফিথসকে কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস (ইএমএস)।

হাসপাতালে দুই দিন থাকার পর বুধবার এ যুবকের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় পুলিশ কোনো গ্রেপ্তারের খবর না জানালেও চলছে তদন্ত।

পুলিশের ভাষ্য, গ্রিফিথস থাকতেন মেরিন পার্ক এলাকায়, যেটি ঘটনাস্থল থেকে বেশ দূরে।