বনে গোপন সুড়ঙ্গ, ১৮০ অভিবাসীর পোল্যান্ড প্রবেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২ ২০২৫, ২২:৩০ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ১৬:৫৬

বেলারুশ সীমান্তবর্তী বনে খোঁজ পাওয়া অভিবাসী পাচারকারী গোপন সুড়ঙ্গ। ছবি: রয়টার্স

বেলারুশ সীমান্তবর্তী বনে খোঁজ পাওয়া অভিবাসী পাচারকারী গোপন সুড়ঙ্গ। ছবি: রয়টার্স

  • 0

গোপন এ পথটির একটি ভিডিও প্রকাশ করেছে পোলিশ বর্ডার গার্ড। ওই ভিডিওতে দেখা যায়, মাটি ও গাছের শিকড়ের মধ্য দিয়ে খোঁড়া হয় সুড়ঙ্গটি। পরে কাঠ ও ধাতব রড দিয়ে সেটি মজবুত করা হয়।

পূর্ব ইউরোপের দেশ বেলারুশ সীমান্তের কাছে একটি গোপন সুড়ঙ্গ পথ দিয়ে ১৮০ জনেরও বেশি অভিবাসী মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অবৈধ প্রবেশকারীদের মধ্যে ১৩০ জনকে আটক করেছে পোলিশ বর্ডার গার্ড।

একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিতে আসা ৬৯ বছর বয়সী একজন পোলিশ ও ৪৯ বছর বয়সী একজন লিথুয়ানিয়ানকে আটক করেছে কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থার খবরে উল্লেখ করা হয়, দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বৃহস্পতিবার গোপন সুড়ঙ্গটির খোঁজ পায়, যার প্রবেশদ্বার শুরু হয় বেলারুশ সীমান্তবর্তী একটি বনের মধ্য থেকে। আর সুড়ঙ্গটি শেষ হয় পোল্যান্ডের সীমানা রেখার মাত্র ১০ মিটার দূরবর্তী স্থানে।

গোপন এ পথটির একটি ভিডিও প্রকাশ করেছে পোলিশ বর্ডার গার্ড। ওই ভিডিওতে দেখা যায়, মাটি ও গাছের শিকড় খুঁড়ে তৈরি করা হয় সুড়ঙ্গটি। পরে কাঠ ও ধাতব রড দিয়ে সেটি মজবুত করা হয়। সুড়ঙ্গটির উচ্চতা ছিল মাত্র ১ দশমিক ৫ মিটার, যার মধ্য দিয়ে একজন ব্যক্তিকেও ঝুঁকে চলাচল করতে হবে।

এ ঘটনায় প্রতিবেশী দেশ বেলারুশ ও রাশিয়াকে দায়ী করেছে পোল্যান্ড সরকার।তাদের দাবি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অবৈধ অভিবাসী পাঠাতে ও পোল্যান্ডকে অস্থিতিশীল করতে দেশ দুটি এ ধরনের কার্যক্রম চালাচ্ছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেলারুশ ও রাশিয়ার সরকার।

বেলারুশ সীমান্তে গোপন সুড়ঙ্গ খুঁজে পাওয়ার এ ঘটনা নতুন নয়। সীমান্তে নিরাপত্তায় কর্মরত এক সদস্য জানান, চলতি বছরে পোল্যান্ড অভিমুখী এমন আরও ৩টি সুড়ঙ্গ শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অভিবাসী সমস্যা নিয়ে বেলারুশের সঙ্গে পোল্যান্ডের দ্বন্দ শুরু হয় ২০২১ সাল থেকে।