বাইডেনের স্ত্রীর নামে এল নতুন প্রজাতির টিউলিপ

টিবিএন ডেস্ক

এপ্রিল ৬ ২০২৩, ২০:৪২

নিজের নামের টিউলিপ হাতে উচ্ছ্বসিত জিল বাইডেন

নিজের নামের টিউলিপ হাতে উচ্ছ্বসিত জিল বাইডেন

  • 0

টিউলিপের নতুন এক প্রজাতি উদ্ভাবন করেছে নেদারল্যান্ডস। নয়নাভিরাম এ প্রজাতির নামকরণ হয়েছে অ্যামেরিকার ফার্স্টলেডির নামে। ফলে লালচে কমলা রংয়ের এ ফুল বিশ্বজুড়ে পরিচিতি পাবে ‘জিল বাইডেন টিউলিপ’ হিসেবে।

অ্যামেরিকায় নেদারল্যান্ডেসের অ্যাম্বাসেডর অ্যান্ড্রে হ্যাস্পেলস বুধবার তার বাসভবনে এক অনুষ্ঠানে জিল বাইডেনকে ‘ঝালরের মতো’ নতুন প্রজাতির এই টিউলিপ উপহার দেন।  

টিউলিপের জন্য বিশ্বব্যাপী পরিচিত নেদারল্যান্ডস। ‘ডাচ টিউলিপ ডে’ উদ্‌যাপন অনুষ্ঠানে নিজের নামের টিউলিপ পেয়ে দারুণ উচ্ছ্বসিত অ্যামেরিকান প্রেসিডেন্টের স্ত্রী। 

এর আগেও অ্যামেরিকার ফার্স্ট লেডিদের নামে টিউলিপের নতুন প্রজাতির নাম দিয়েছে নেদারল্যান্ডস। অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ফলযম ক্লিভল্যান্ডের নামে প্রথম নামকরণটি হয়। এরপর একে একে আরও সাত অ্যামেরিকান ফার্স্ট লেডি নিজের নামে টিউলিপ পেয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ ছিলেন সবশেষ তালিকায়।

এবার তাতে যোগ হলেন জিল বাইডেন।    

টিউলিপের নতুন প্রজাতির নজরকাড়া সৌন্দর্যে মুগ্ধ জিল বাইডেন জানান, ঐতিহ্যের অংশ হতে পেরে তিনি সম্মানিত ও খুবই আনন্দিত।

জিল বাইডেনের অফিসের এক বার্তায় জানানো হয়, তিনি বলেছেন, ‘এমন আনন্দঘন মুহূর্তে ঝলমলে কমলা রঙের টিউলিপগুলো উভয় দেশের একসঙ্গে কাটানো বহু বসন্তের স্মারক হয়ে উঠুক। দুই দেশের বন্ধুত্বকে প্রতিনিয়ত শক্তিশালী করার আপ্রাণ চেষ্টায় আশার আলো হয়ে উঠুক এ টিউলিপ। ’   

ফুলের সৌন্দর্য এমনিতেই দারুণ উপভোগ করেন জিল বাইডেন। হোয়াইট হাউযে তার নিজের পরিচর্যায় রয়েছে নানা ধরনের ফুলের বাগান। সে বাগানের ফুল দিয়েই ঘর সাজান জিল। 

জিল বাইডেনকে টিউলিপ উপহার দেয়ার পর হ্যাস্পেলস সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই বিশেষ এক অনুষ্ঠান ছিল। এমন আয়োজন প্রতিদিন ঘটে না। 

ডক্টর জিল বাইডেন তার নিজের নামে একটি টিউলিপের নামকরণে খুশি হয়েছেন জেনে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’  

হ্যাস্পেলস জানান কেবল অ্যামেরিকাতেই বছরে অন্তত ৪৫০ মিলিয়ন টিউলিপ রপ্তানি করে নেদারল্যান্ডস।


0 মন্তব্য

মন্তব্য করুন