বাংলাদেশি পণ্যে অ্যামেরিকার শুল্কে সুখবর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১ ২০২৫, ০:৫১ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১:৩০

বন্দরে কন্টেইনার, পণ্যবাহী জাহাজ ও পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়ি। গ্রাফিক্স: অ্যাপারেল রিসোর্সেস

বন্দরে কন্টেইনার, পণ্যবাহী জাহাজ ও পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়ি। গ্রাফিক্স: অ্যাপারেল রিসোর্সেস

  • 0

বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের যে তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে হোয়াইট হাউস, তাতে বাংলাদেশের জন্য এ সুখবর পাওয়া গেছে।

বাংলাদেশ থেকে আমদানীকৃত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের যে তালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে হোয়াইট হাউস, তাতে বাংলাদেশের জন্য এ সুখবর পাওয়া গেছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ফেসবুকে হোয়াইট হাউসের তালিকাটি প্রকাশ করেন।

ইংরেজিতে দেশগুলোর নামের আদ্যাক্ষর অনুযায়ী তৈরি তালিকায় দেখা যায়, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া আলজেরিয়ার ওপর ৩০ শতাংশ, অ্যাঙ্গোলার ওপর ১৫ শতাংশ, বাংলাদেশের ওপর ২০ শতাংশ, বলিভিয়ার ওপর ১৫ শতাংশ, বসনিয়া-হার্জেগোভিনার ওপর ৩০ শতাংশ, বতসোয়ানার ওপর ১৫ শতাংশ ও ব্রাজিলের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এর বাইরে ব্রুনাইয়ের ওপর ২৫ শতাংশ, কম্বোডিয়ার ওপর ১৯ শতাংশ, ক্যামেরুনের ওপর ১৫ শতাংশ এবং শাদের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন।

অ্যামেরিকার উচ্চ শুল্ক নিয়ে কয়েক দফা আলোচনা শেষে খুশির সংবাদ পেল বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প।

বাণিজ্য ঘাটতি কমাতে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে ১ আগস্ট থেকে এ শুল্ক বাস্তবায়ন হওয়ার কথা ছিল, তবে আলোচনার মাধ্যমে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমার শেষ প্রান্তে এসে অনেকটা স্বস্তি পায় বাংলাদেশ।