অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অনায়াস জয়

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১৭:৩৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর লিওনেল মেসির উদযাপন। ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর লিওনেল মেসির উদযাপন। ছবি: টুইটার

  • 0

ফিফা প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। চায়নার বেইজিংয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি আসে লিওনেল মেসি ও হেরমান পেসেয়ার পা থেকে।

বিশ্বকাপ ফাইনালের একাদশ থেকে আর্জেন্টিনা একাদশে একটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। হুলিয়ান আলভারেসের জায়গায় একাদশে খেলেন নিকোলো গনসালেস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে শুরুতেই লিড এনে দেন লিওনেল মেসি। বক্সের বাইরে থেকে দারুণ শটে অজি গোলকিপারকে পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এক মিনিট ১৭ সেকেন্ডে করা গোলটি মেসির ক্যারিয়ারে দ্রুততম।

পিছিয়ে পড়েও দমে যায়নি অস্ট্রেলিয়া। ২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় তারা। তবে একেবারে কাছে থেকে মিচ ডিউকের শট ফিরিয়ে আর্জেন্টিনাকে নিরাপদে রাখেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ানকে ব্যস্ত রাখেন মেসি। তার শট দুইবার প্রতিহত করেন রায়ান।

৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। রদ্রিগো দে পলের ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন হেরমান পেসেয়া। তার গোলেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয়।

চায়নার পর ইন্দোনেশিয়ায় যাচ্ছে আলবিসেলেস্তেরা। ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

ওই ম্যাচ খেলবেন না মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। জাতীয় দল থেকে বিশ্রাম নিয়েছেন এ তিন অভিজ্ঞ তারকা।


0 মন্তব্য

মন্তব্য করুন