খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হলেও ২০২০ সালে শেষ হওয়া দশকে বেড়েছে মুসলিমের সংখ্যা। একই সময়ে কমেছে খ্রিষ্টান জনসংখ্যা।
পিও রিসার্চ সেন্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে, যেটি প্রকাশ হয়েছে সোমবার।
ওই প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গত এক দশকে বড় ধর্মগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইসলামের অনুসারী যেমন বেড়েছে, তেমনই বেড়েছে নিধর্মী লোকজন।
পিউয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী খ্রিষ্টানদের সংখ্যা ২৩০ কোটি হলেও এ সম্প্রদায়ের জনসংখ্যা এক দশমিক আট শতাংশ কমে নেমেছে ২৮ দশমিক আট শতাংশে। সংখ্যাগত এ হ্রাসের মূল কারণ অনেকের ধর্ম থেকে বেরিয়ে এসে নিধর্মী হয়ে যাওয়া।
অন্যদিকে মুসলিম জনসংখ্যা এক দশমিক আট শতাংশ বেড়ে ২৫ দশমিক ছয় শতাংশে উন্নীত হয়েছে।
দুই হাজার সাতশর বেশি শুমারি ও জরিপে ধর্মীয় জনগোষ্ঠীর সংখ্যা বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করে পিউ রিসার্চ সেন্টার।
‘এটি লক্ষণীয় যে, ১০ বছর মেয়াদে এমন নাটকীয় পরিবর্তন এসেছে’, বলেন প্রতিবেদনের প্রধান রচয়িতা পিউয়ের কনরাড হ্যাকেট।
‘এ সময়ে আকারে কাছাকাছি বেড়েছে মুসলিম ও খ্রিষ্টান জনসংখ্যা। প্রধান যেকোনো ধর্মের (ধর্মীয় জনগোষ্ঠী) তুলনায় দ্রুত বৃদ্ধি ঘটেছে মুসলিমদের।’