সীমান্ত অতিক্রম করা অ্যামেরিকান নর্থ কোরিয়ায় আটক

টিবিএন ডেস্ক

জুলাই ১৮ ২০২৩, ১৯:৫১

এক অ্যামেরিকান নাগরিক অনুমতি ছাড়াই নর্থ কোরিয়ার সামরিক রেখা অতিক্রম করেছে। ছবি: সংগৃহীত

এক অ্যামেরিকান নাগরিক অনুমতি ছাড়াই নর্থ কোরিয়ার সামরিক রেখা অতিক্রম করেছে। ছবি: সংগৃহীত

  • 0

বিনা অনুমতিতে নর্থ কোরিয়ার সামরিক সীমান্ত অতিক্রম করায় মঙ্গলবার এক অ্যামেরিকান নাগরিককে আটক করা হয়েছে। ইউএন কমান্ড এক টুইটে এ তথ্য জানিয়েছে।

সিবিএস নিউজকে অ্যামেরিকান এক কর্মকর্তা বলেছেন, আটক হওয়া ব্যক্তিটি অ্যামেরিকান সেনা সদস্য। তিনি জয়েন্ট সিকিউরিটি এরিয়া (জেএসএ), অর্থাৎ সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে ডিমিলিটারাইজইড জোনের মধ্যে ঢুকে পড়েছিলেন।

ইউএন কমান্ড এক টুইটে বলেছে, ‘জেএসএ অভিমুখে সফর টিমে থাকা একজন অ্যামেরিকান নাগরিক অনুমতি ছাড়াই নর্থ কোরিয়ার সামরিক রেখা অতিক্রম করেন। আমরা বিশ্বাস করি তিনি বর্তমানে ডিপিআরকে হেফাজতে আছেন এবং ঘটনাটির সমাধানে আমাদের কেপিএ কাজ করছে।’

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বেলা ৩টা ২৭ মিনিটে ওই ব্যক্তি নর্থ কোরিয়ার সামরিক সীমানা অতিক্রম করেন।

এর আগে ২০১৫ সালে অ্যামেরিকার এক ছাত্র কোরিয়ার সামরিক বাহিনীর হাতে আটক হওয়ার পর স্টেইট ডিপার্টমেন্ট ট্রাভেল অ্যাডভাইসর অ্যামেরিকান নাগরিকদের নর্থ কোরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে।


0 মন্তব্য

মন্তব্য করুন