স্বেচ্ছাসেবীদের গোল্ডেন ভিসা দিবে সংযুক্ত আরব আমিরাত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১ ২০২৫, ১৪:৩৯

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার চিত্র। ছবি: টাইমস অব ইন্ডিয়া

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার চিত্র। ছবি: টাইমস অব ইন্ডিয়া

  • 0

টাইমস অফ ইন্ডিয়া জানায়, সামাজিক উন্নয়ন ও মানব সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে আরব আমিরাত সরকার স্বেচ্ছাসেবীদের এ ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদী কিংবা স্থায়ী বসবাসের অন্যতম সুযোগ হলো গোল্ডেন ভিসা। সাধারণত বিনিয়োগকারী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও মেধাবী শিক্ষার্থীরা এ ভিসার জন্য আবেদন করতে পারেন।

সম্প্রতি, মানবাধাকর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য গোল্ডেন ভিসায় আবেদনের সুযোগ দিয়েছে আরব আমিরাত সরকার।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, সামাজিক উন্নয়ন ও মানব সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে আরব আমিরাত সরকার স্বেচ্ছাসেবীদের এ ভিসা প্রদানের উদ্যোগ নিয়েছে।

অগ্রাধিকার পাবেন যারা

আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে কমপক্ষে ৫ বছর মেয়াদী গোল্ডেন ভিসা দেওয়া হবে।

জনকল্যাণমূলক সমিতি কিংবা প্রতিষ্ঠানের সসদ্য হিসেবে অভিজ্ঞতা থাকলে ন্যূনতম ৫ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেতে পারেন আবেদনকারীরা।

মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পুরস্কার থাকলে অগ্রাধিকার পাবেন ভিসা আবেদনকারীরা।

মানবিক কাজে ৫লাখ ডলার সমপরিমাণ দান করার রেকর্ড থাকলে আবেদন করা যাবে ভিসার জন্য।

এছাড়াও দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা গোল্ডেন ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকবেন।