নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল কেম্পার বলেন, ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সন্দেহভাজক ওই ব্যক্তি কেমাল রাইডআউটকে ম্যানহাটন স্ট্রিটে হাঁটতে দেখা যায়। সেখান থেকে ইস্ট হারলেমে তাকে গ্রেফতার করা হয়।
২৮ বছর বয়সী রাইডআউটের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ এনেছে পুলিশ। গ্রেফতারের পর মানসিক পরীক্ষার জন্য তাকে ভেলভিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাইডআউটের মানসিক সমস্যার ইতিহাস রয়েছে। জোরপূর্বক স্পর্শ, ধর্ষণের চেষ্টা ও হামলা অভিযোগে তাকে আগেও গ্রেফতার করেছিল পুলিশ।
তিন নারীর ওপর হামলার কারণ এখনও স্পষ্ট নয়। হামলার শিকার নারীদের আগে থেকে চিনতেনও না রাইডআউট।
নিউ ইয়র্ক সিটির এক সাবওয়েতে রোববার ১৯, ২৮ ও ৪৮ বছর বয়সী তিন নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান রাইডআউট।