ঢাকা-১৭ নির্বাচনে সবার ‘যম’ হয়ে লড়বেন হিরো আলম

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১১:০২

ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বতা করার ঘোষণা দিয়েছেন হিরো আলম। ছবি: সংগৃহীত

ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বতা করার ঘোষণা দিয়েছেন হিরো আলম। ছবি: সংগৃহীত

  • 0

বাংলাদেশে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অভিনেতা আকবর হোসেন খান পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে।

ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সোমবার বিকেলে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তোলার ঘোষণা দেন হিরো আলম। 

এর আগে দুপুরে ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই তিনি ভয় পান না, বরং প্রতিপক্ষের জন্য তিনি ‘যম’ হয়ে আসছেন।  

ঢাকা- ১৭  আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে হিরো আলম বলেন ‘আপনারা সবাই জানেন আমি বগুড়াতে নির্বাচন করেছি। সে নির্বাচনে মানুষের ভালোবাসা এবং দোয়া দেখেছি, খুবই ভালো লেগেছে।

‘ঢাকা ১৭ তে নির্বাচন, আপনারা সবাই জানেন যেহেতু আমি মিডিয়া ব্যক্তি আমাদের মিয়া ভাই, ফারুক ভাই যেহেতু মিডিয়ার সঙ্গে জড়িত আমরা সেই হিসেবে দেখেছি সে পাশ করার ফলে অন্য এলাকায় কাজ করতে পারেননি। মিডিয়া কর্মী হিসেবে আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত একটা কাজ হয়তো করতে পারি এই চার পাঁচ মাসের মধ্যে…।’

তিনি বলেন, ‘লোকজন তো আপনারা সবাই জানেন আমাকে দেখে এসেছে হিরো আলম অলটাইম সত্যের পথে কথা বলে। মানুষের পাশে থাকে। সেই শ্রেণির লোকেরা সবাই বলছে তুমি আসো, তোমাকে আমরা চাই। আমি একটা এলাকায় নির্বাচন করব সেখানকার কেউ সাহস না দিলে তো আমি একটা জায়গায় নির্বাচন করতে পারি না। অবশ্যই তারা সাহস দিয়েছে বলে সবকিছু ভেবেচিন্তে এই নির্বাচনে আসা।’

ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রার্থী হওয়ার গুঞ্জন চলছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আপনারা কি মনে হয় তাদের থেকে আমি ভাইটাল কম, যে তাদের দেখে ভয় করতে হবে? কে দাঁড়াল কে দাঁড়াল না এসব ভাবলে তো নির্বাচনেরই দরকার নাই। কে ভাইটাল না ভাইটাল, আমি কাউকে গুনব না। তারা চিন্তা করুক যে হিরো আলম ভাইটাল হয়ে তাদের যম হয়ে আসছে।’


0 মন্তব্য

মন্তব্য করুন