নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

টিবিএন ডেস্ক

জুলাই ১১ ২০২৩, ১৭:২২

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

  • 0

নেপালের মাউন্ট এভারেস্টের কাছে মঙ্গলবারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ছয় জনের মধ্যে পাঁচ জনই মেক্সিকান নাগরিক।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সলুখুম্বু জেলার লামজুরায় সকাল ১০টার দিকে নাইনএন এএমভি রেজিস্ট্রেশন নাম্বারের হেলিকপ্টারটি রাডারের বাইরে চলে যায়। তারপর লামজুরার এক গ্রামের বাসিন্দারা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান।

ব্যক্তিগত বাণিজ্যিক হেলিকপ্টারটি সলুখুনভু জেলার সুরকে থেকে মাউন্ট এভারেস্টের উদ্দেশে উড়াল দিয়েছিল। এর ১৫ মিনিটের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ছয়টি মরদেহের অবশেষ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন