এর আগে সোমবার ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার ভেতর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল ইসিপি।
তবে নিসার দুররানির সভাপতিত্বে চার সদস্যের ইসিপি বেঞ্চ মঙ্গলবার কমিশনে হাজির হওয়ার পর খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে।
ইসিপি ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
খানের চিফ কাউন্সেল শোয়েব শাহিন মঙ্গলবার উক্ত মামলায় একজন নতুন আইনজীবী নিয়োগ ও আরও তথ্য সংগ্রহের জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে শুনানি স্থগিতের আবেদন করেন।
ইসিপি তার অনুরোধ বিবেচনা করে ২ আগস্ট পর্যন্ত শুনানি স্থগিত করেছে।