ভূমিধসে নিহত অঞ্চলটির হাজারের বেশি মানুষ, বেঁচে রইলেন একজন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৫, ৫:৫৪

ভূমিধসের ফলে গ্রামটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। ছবি: মেট্রো

ভূমিধসের ফলে গ্রামটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। ছবি: মেট্রো

  • 0

ভয়াবহ এই দুর্যোগ থেকে প্রাণে বেঁচে গেছেন গ্রামটির একজন মাত্র বাসিন্দা।

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে ভয়াবহ ভুমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে একটি গ্রাম। নিহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।

এই অঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি এক বিবৃতিতে জানায়, আগস্টের শেষের দিকে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর রোববার মধ্য দারফুরের মারাহ পর্বতমালার তারাসিন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপি জানায়, গ্রামের সব বাসিন্দার মৃত্যু হয়েছে। গ্রামটিতে আনুমানিক এক হাজারেরও বেশি মানুষ বসবাস করতেন। ভয়াবহ এই দুর্যোগ থেকে প্রাণে বেঁচে গেছেন গ্রামটির একজন মাত্র বাসিন্দা।

মৃতদেহগুলো উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়ে গোষ্ঠীটি বলেছে, ভূমিধসের ফলে গ্রামটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।

দারফুরের সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউই ভূমিধসকে একটি মানবিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে গভর্নর বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে এই সংকটময় মুহূর্তে জরুরিভাবে হস্তক্ষেপ এবং সহায়তার আবেদন করছি, কারণ এই ট্র্যাজেডি আমাদের জনগণের একা বহন করার ক্ষমতার চেয়ে অনেক বেশি ভয়াবহ।’

সুদানে চলমান যুদ্ধের কারণে দারফুরের অনেক অংশ, বিশেষ করে যেখানে ভূমিধস হয়েছে সেখানে আন্তর্জাতিক সাহায্য সংস্থার পৌঁছানো কঠিন। এর ফলে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।