অ্যামেরিকার সঙ্গে চীনের বাণিজ্য আলোচনায় ‘বিশাল অগ্রগতি হয়েছে’ বলে শনিবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিএনএন জানায়, দুই দেশের এ আলোচনায় পণ্য আমদানির ওপর ট্রাম্প আরোপিত বড় ধরনের শুল্কের কারণে সৃষ্ট বাণিজ্যযুদ্ধের বরফ গলার সম্ভাবনা আছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘সুইজারল্যান্ডে আজ চীনের সঙ্গে খুবই ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে।’
বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনার কথা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘চীন ও অ্যামেরিকা উভয়ের কল্যাণের জন্য আমরা চীনে অ্যামেরিকার ব্যবসার উন্মুক্তকরণ চাই। বিশাল অগ্রগতি হয়েছে।’
জেনেভায় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউএস ট্রেড রেপ্রেজেন্টেটিভ জ্যামিসন গ্রিরসহ অ্যামেরিকান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয় চীনের কর্মকর্তাদের। ওই বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টটিই ছিল ট্রাম্পের এ সংক্রান্ত প্রথম অভিব্যক্তি।
বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানায়, দুই দেশের মধ্যে আলোচনা রবিবারও চলবে।
চীন থেকে আমদানীকৃত পণ্যের বেশির ভাগের ওপর সম্প্রতি ন্যূনতম ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে অ্যামেরিকা। পাল্টা ব্যবস্থা হিসেবে অ্যামেরিকা থেকে আমদানীকৃত বেশির ভাগ পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে চীন।
দুই দেশের পাল্টাপাল্টি উচ্চ শুল্কে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।