সিয়াটলের পার্কে গুলিতে নিহত ২

টিবিএন ডেস্ক

এপ্রিল ৩০ ২০২৩, ১৮:৪১

ছবি: সিয়াটল পুলিশ ডিপার্টমেন্ট

ছবি: সিয়াটল পুলিশ ডিপার্টমেন্ট

  • 0

ওয়াশিংটনের সিয়াটলের ক্যাল অ্যান্ডারসন পার্কে গুলিতে দুই জন নিহত এবং এক জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিয়াটল পুলিশ প্রধান অ্যাড্রিয়ান ডিয়ায সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে গুলির ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেক জন মারা যান। 

শুটিংয়ের সময় সেখানে প্রচুর লোকজনের সমাগম ছিল। ছুটির দিনের জমকালো রাত উপভোগে আশেপাশের ক্লাব ও রেস্তোরাঁ ছিল ভিড়ে পরিপূর্ণ। 

সিয়াটলের পুলিশ ডিপার্টমেন্টের এক টুইটে জানানো হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পার্কে গুলির ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় পান।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই এক জনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকেরা অন্য দুজনকে হারবারভিউ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান আরেক জন। তৃতীয় ব্যক্তির অবস্থাও গুরুতর। পুলিশ পৌঁছানোর আগেই গুলি চালানোয় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান। 

সিয়াটল সিএসআই এবং হোমিসাইড ডিটেক্টিভরা এ ঘটনার তদন্ত করছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন