মাইলস্টোনের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৪ ২০২৫, ১:৩১ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৯:৪১

ছবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ছবিঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

  • 0

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষনের সময় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার, নিজের ভেরিফাইড ফেইসবুকে দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ঢাকার স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আমার হৃদয় ভেঙ্গে গেছে। এ ঘটনায় অনেকেই মারা গেছেন যাদের বেশিরভাগই শিশু এবং আহত শতাধিক।

এসময় স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরি'কে বিশেষভাবে স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি লেখেন, হতাহতদের মধ্যে মাহরিন চৌধুরি নামে একজন শিক্ষিকা রয়েছেন যিনি নিজের জীবনকে বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তার এই অসীম সাহসিকতা ভোলার নয় বলে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তি সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমি প্রফেসর ইউনুসকে জানাচ্ছি মালয়েশিয়া বাংলাদেশের ভাই ও বোনদের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা আপনাদের পাশে আছি। এই দুর্ঘটনায় নিহত প্রতিটি প্রাণ এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য আমরা শোকাহত।

গত সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অনেকে।