
বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড ‘অত্যন্ত অন্যায়’: টিউলিপ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১ ২০২৫, ২২:০৫

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছবি: রয়টার্স
- 0
আদেশের প্রতিক্রিয়ায় টিউলিপ এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি নিউজ।
দুর্নীতির মামলায় বাংলাদেশের আদালতে দুই বছরের কারাদণ্ডাদেশকে ‘অত্যন্ত অন্যায়’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
আদেশের প্রতিক্রিয়ায় টিউলিপ এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি নিউজ।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড, শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
এ ছাড়াও মামলার অন্য ১৪ আসামির প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল চলতি বছরের ১৩ জানুয়ারি।
মামলায় পরিবারের জন্য প্লট পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় অভিযুক্ত করা হয় টিউলিপকে। এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন ব্রিটিশ এমপি।
টিউলিপের মতে, মামলার প্রক্রিয়া শুরু থেকে শেষ নাগাদ ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছিল।
তার অভিযোগ, দেড় বছর ধরে বিদ্বেষপূর্ণ অভিযোগ ছড়ানো হলেও বাংলাদেশি কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেনি। মামলায় তাকে তলব করা হয়নি, কোনো অভিযোগপত্রও দেওয়া হয়নি।
‘আমাকে খুঁজে পাওয়া কঠিন নয়। আমি একজন সংসদ সদস্য’, বলেন টিউলিপ।
এ বিষয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের আইনজীবীদের সঙ্গে যুক্ত হওয়ার কথা জানান টিউলিপ।
তিনি বলেন, ‘আমার জানা মতে, আমাকে দোষী সাব্যস্ত করার একমাত্র কারণ হলো আমি এটি সংবাদপত্রে পড়েছি। তাই এটি মিডিয়া ট্রায়াল, যা অত্যন্ত অন্যায়।’