নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে ট্রেনে সার্ফিংয়ের সময় দুই কিশোরী নিহত হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার মার্সি অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে রাত ৩টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। সেখানে বাহিনীটি দুই কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
প্রথমে সিপিআরের মাধ্যমে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে দুই কিশোরীকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।
এনওয়াইপিডি ঘটনার তদন্ত করছে বলে উল্লেখ করা হয় আইউইটনেস নিউজের প্রতিবেদনে।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো।
তিনি বলেন, ‘সাবওয়ে সার্ফিং করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু দুঃখজনক। তারা হয়তো এটিকে অনুমদিত খেলা ভেবেছিল।
‘বাবা-মা, শিক্ষক ও বন্ধুরা যেন তাদের প্রিয়জনকে সতর্ক করেন। সাবওয়ে সার্ফিং কোনো খেলা নয়; এটি আত্মহত্যার শামিল।‘
প্রাণ হারানো দুজনের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ক্রিচলো।