ব্রুকলিনে সাবওয়ে সার্ফিংয়ে গেল দুই কিশোরীর প্রাণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪ ২০২৫, ২০:০১ হালনাগাদ: অক্টোবর ৩১ ২০২৫, ২:১৫

নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে ট্রেনের ভেতরের চিত্র। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির একটি সাবওয়ে ট্রেনের ভেতরের চিত্র। ছবি: রয়টার্স

  • 0

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি সাবওয়ে ট্রেনে সার্ফিংয়ের সময় দুই কিশোরী নিহত হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার মার্সি অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে রাত ৩টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি। সেখানে বাহিনীটি দুই কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।

প্রথমে সিপিআরের মাধ্যমে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে দুই কিশোরীকে মৃত ঘোষণা করে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।

এনওয়াইপিডি ঘটনার তদন্ত করছে বলে উল্লেখ করা হয় আইউইটনেস নিউজের প্রতিবেদনে।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো।

তিনি বলেন, ‘সাবওয়ে সার্ফিং করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু দুঃখজনক। তারা হয়তো এটিকে অনুমদিত খেলা ভেবেছিল।

‘বাবা-মা, শিক্ষক ও বন্ধুরা যেন তাদের প্রিয়জনকে সতর্ক করেন। সাবওয়ে সার্ফিং কোনো খেলা নয়; এটি আত্মহত্যার শামিল।‘

প্রাণ হারানো দুজনের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ক্রিচলো।