অন্তঃসত্ত্বা দুই বোন ছিলেন একই হাসপাতালে। তাদের চিকিৎসকও এক। সেখানে মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে তারা জন্ম দেন দুটি সন্তানের। দুজনই ছেলে।
নিউ জার্সির হোবোকেন ইউনিভার্সিটি হসপিটালে বৃহস্পতিবার সকালে কাকতলীয় ঘটনাটি ঘটেছে।
আইউইটনেস নিউজের প্রতিবেদনে জানানো হয়, অল্প সময়ের ব্যবধানে পৃথিবীর মুখ দেখা দুই শিশুর মধ্যে বড়টির নাম রাখা হয়েছে নোহা। সাত পাউন্ড ১২ আউন্সের এ শিশু জন্ম নেয় সকাল ৯টা ২৫ মিনিটে।
সকাল ১০টা ১৬ মিনিটে জন্ম নেওয়া ছোট শিশুটির ওজন সাত পাউন্ড ১০ আউন্স।
হাসপাতালে দুই বোনের ডেলিভারি সম্পন্ন করেন চিকিৎসক ফ্রান্সিন হাইম্যান।
আইউইটনেস নিউজের খবরে উল্লেখ করা হয়, হোবোকেন হাসপাতাল তাদের বার্থিং স্যুটের নতুন নকশা পরিকল্পনা করছে। এমন সময়ে কাছাকাছি সময়ে দুই বোনের দুই সন্তান জন্মদানের ঘটনা আরও স্মরণীয় হয়ে থাকবে।