ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি: আনুষ্ঠানিকভাবে হত্যায় অভিযুক্ত লাকানওয়াল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২ ২০২৫, ২২:২০

হোয়াইট হাউসের কাছে গত বুধবার ওত পেতে থাকা ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের গুলিতে গুরুতর আহত হন ন্যাশনাল গার্ডের দুই সেনা, যাদের মধ্যে একজনের মৃত্যূ হয় বৃহস্পতিবার। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের কাছে গত বুধবার ওত পেতে থাকা ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের গুলিতে গুরুতর আহত হন ন্যাশনাল গার্ডের দুই সেনা, যাদের মধ্যে একজনের মৃত্যূ হয় বৃহস্পতিবার। ছবি: রয়টার্স

  • 0

গত ২৬ নভেম্বর হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় ওত পেতে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করেন লাকানওয়াল। সে গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় এক সেনার।

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর গুলি চালানোয় অভিযুক্ত ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

গত ২৬ নভেম্বর হোয়াইট হাউসের কাছাকাছি এলাকায় ওত পেতে ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করেন লাকানওয়াল। সে গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় এক সেনার।

এবিসি নিউজ জানায়, ওয়াশিংটনের বেলিংহ্যাম এলাকায় থাকতেন লাকানওয়াল। ন্যাশনাল গার্ডের এক সদস্যের গুলিতে আহত এ ব্যক্তি হাসপাতালের বিছা না থেকে মঙ্গলবার প্রযুক্তির মাধ্যমে হাজির হন বিচারকের সামনে।

দূরবর্তী শুনানিকালে হাসপাতালের গাউন পরে বিছানায় শুয়ে ছিলেন লাকানওয়াল। তার শরীর ঢাকা ছিল কম্বলে।

পশতুভাষী একজন দোভাষীর মাধ্যমে লাকানওয়ালের বিরুদ্ধে হত্যার একটি, হত্যার উদ্দেশ্যে হামলার দুটি এবং সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র বহনের একটি অভিযোগ আনার বিষয়টি জানানো হয়।

আদালত নিযুক্ত অ্যাটর্নির মাধ্যমে অভিযোগগুলো স্বীকার করেননি লাকানওয়াল। শুনানির একটি মুহূর্তে দোভাষীর মাধ্যমে লাকানওয়ালকে বলতে শোনা যায়, ‘আমি চোখ খুলতে পারব না। আমার চোখে ব্যথা।’

শুনানিতে অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি অ্যারিয়েল ডিন বলেন, এটি ছিল অতিশয় বেদনাদায়ক অপরাধ, যা থ্যাংকসগিভিংয়ের আগের দিনের ব্যস্ত ঘণ্টার শুরু বেলা দুইটার দিকে ঘটে।

অ্যামেরিকার সেনাবাহিনীর স্পেশালিস্ট সারাহ বেকস্ট্রম (২০) ও বিমান বাহিনীর স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু ওলফকে (২৪) গুলি করার ঘটনায় অভিযুক্ত করা হয় লাকানওয়ালকে।