ভারতে অবস্থানরত দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে ধাওয়া ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ইন্দোরের রিং রোডের একটি ক্যাফে থেকে বৃহস্পতিবার সকালে ফেরার পথে নারী ক্রিকেটাররা নির্যাতনের শিকার হন।
পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানায়,অভিযুক্তের নাম আকিল খান। পথচারীর সহায়তায় সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরের সূত্র ধরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ইন্দোরের অপরাধ শাখার অতিরিক্ত ডিসিপি রাজেশ দন্ডোটিয়া বলেন, ‘অস্ট্রেলীয় নিরাপত্তা দলের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় দুই খেলোয়াড় অশালীন আচরণের মুখোমুখি হন। বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং একটি কৌশলগত অভিযানের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
আইসিসি নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী অস্ট্রেলিয়ান নারী দলের অংশ হিসেবে খেলোয়াড়রা তাদের সতীর্থদের সাথে র্যাডিসন ব্লু হোটেলে অবস্থান করছিলেন।
দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় এমআইজি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে।