ওরেগনে জলপ্রপাতে ভেসে গিয়ে একজনের মৃত্যু, দুজন নিখোঁজ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ২১:৩০

ওরেগনের মধ্যাঞ্চলে বেন্ড নগরের কাছে ডেশুটস নদী সংলগ্ন জলপ্রপাত ডিলন ফলসে গিয়েছিল ছয়জনের দলটি। ছবি: উইকিমিডিয়া কমন্স

ওরেগনের মধ্যাঞ্চলে বেন্ড নগরের কাছে ডেশুটস নদী সংলগ্ন জলপ্রপাত ডিলন ফলসে গিয়েছিল ছয়জনের দলটি। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

ডেশুটস কাউন্টি শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় বেলা তিনটার ঠিক আগে খবর পেয়ে শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটি, স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় তল্লাশি ও উদ্ধার দল।

ওরেগনে শনিবার বিকেলে একটি জলপ্রপাতে ভেসে যাওয়া ছয়জনের দলের কমপক্ষে একজনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে চলছে অভিযান।

ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের বরাতে সিবিএস নিউজ জানায়, ওরেগনের মধ্যাঞ্চলে বেন্ড নগরের কাছে ডেশুটস নদী সংলগ্ন জলপ্রপাত ডিলন ফলসে গিয়েছিল দলটি।

ফেডারেল সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডিলন ফলস এলাকাটি নৌকায় চড়ার মতো কর্মকাণ্ডে অংশ নেওয়া দর্শনার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শনিবারের ঘটনাকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ডেশুটস কাউন্টি শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় বেলা তিনটার ঠিক আগে খবর পেয়ে শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটি, স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় তল্লাশি ও উদ্ধার দল।

শেরিফ জানান, এয়ারলিংক কোম্পানির বিমান এবং বেন্ড পুলিশ ডিপার্টমেন্টের দেওয়া ড্রোন ওপর থেকে তল্লাশিতে সহায়তা করেছে।

দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় শেরিফের দপ্তর।

তিনজনকে নদী থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বেন্ডের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ শনিবার চূড়ান্ত আপডেট জানানোর সময় পর্যন্ত জলপ্রপাতে ভেসে যাওয়া অপর দুজনকে পাওয়া যায়নি।

শেরিফের দপ্তর জানায়, তল্লাশি ও উদ্ধারে নিয়োজিত কর্মীরা শেষ বিকেল পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছিলেন। তারা সূর্যাস্ত পর্যন্ত কাউকে উদ্ধার করতে না পারলে পরের দিন সকালে আবার একই তৎপরতা শুরু করবেন।

কর্তৃপক্ষ জানায়, তারা তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী কিংবা বেঁচে যাওয়াদের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি। এ কারণে তাদের পরিবারকে খবর দেওয়া সম্ভব হয়নি।