মেরিল্যান্ডের ওয়ালডর্ফের একটি বাড়িতে রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
ওয়াল্ডর্ফ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু। বাড়িটিতে নয়জন বাসিন্দা থাকতেন। আগুন লাগার পর একজন প্রাপ্তবয়স্ক সদস্য বের হতে সক্ষম হন। দুর্ঘটনার সময় বাড়ির অন্য দুজন সদস্য বাড়ির বাইরে ছিলেন।
ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে, ওয়াল্ডর্ফ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এবং আশেপাশের বেশ কয়েকটি ডিপার্টমেন্ট একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
মেরিল্যান্ড স্টেট ফায়ার মার্শাল এক্সে দেয়া এক পোস্টে জানায়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে কোনো অপরাধমূলক উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।
চার্লস কাউন্টি ভলেন্টিয়ার ফায়ার এবং ইএমএস পাবলিক ইনফরমেশন কর্মকর্তা বিল স্মিথ বলেন, ‘চার্লস কাউন্টিতে মাঝেমধ্যে আগুন লাগার ঘটনা ঘটে, কিন্তু মানুষের প্রাণহানি হওয়া খুবই বিরল। আর এবার যা ঘটেছে… এটা সত্যিই ভয়াবহ।’