
ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮৭ মিলিয়ন ডলারের মানহানির মামলা

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ২৮ ২০২৫, ৬:৪৩
.jpg)
ফক্স নিউজের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া গভর্নের মামলা। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ
- 0
ফক্স নিউজের পক্ষ থেকে নিউসামের মামলাটিকে সমালোচনাকারীর বাকস্বাধীনতা বন্ধে অযৌক্তিক ও রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে জুনের প্রথম সপ্তাহে হওয়া দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গার্ড মোতায়েনের আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সাথে ট্রাম্পের ফোনালাপ হয়েছে, ফক্স নিউজ এমন মিথ্যা দাবি করেছে অভিযোগ করে নিউজ নেটওয়ার্কটির বিরুদ্ধে মামলা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।
নিউসমের দায়ের করা মামলায় ৭৮৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে নিউসম মামলার বিস্তারিত বিবরণ প্রকাশ করে লিখেছেন ‘আর কোন মিথ্যা নয়’।
গত ৬ জুন লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পরা বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন প্রেসিডেন্ট ডনাল্ড। গভর্নর গ্যাভিন নিউসম এসময় দাবি করেন ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে তার সাথে আলোচনা করেননি।
গত ১০ জুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন একদিন আগে তিনি দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে নিউসামের সাথে ফোনে কথা বলেছেন।
তবে নিউসম বলেন, ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কোন ফোন আসেনি, এমনকি কোনও ভয়েসমেইলও নয়। নিউসম জানান তিনি প্রেসিডেন্টের সাথে শেষ কথা বলেছেন ৬ জুন গভীর রাতে। ন্যাশনাল গার্ডকে ফেডারেলাইজ করার বিষয়ে তখন কোনও আলোচনাও হয়নি।
নিউসম এবং ক্যালিফোর্নিয়ার অন্যান্য কর্মকর্তারা বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের বিষয়টি অপ্রয়োজনীয় হিসেবে মত দেন। এধরনের পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে উল্লেখ করেন তারা। কিন্তু ট্রাম্প হঠাৎ করেই এই পদক্ষেপের ঘোষণা দেন ।
মামলার বিবরণে বলা হয়েছে, ১০ জুন সন্ধ্যায় ওয়াটার্স তার অনুষ্ঠান সম্প্রচারের সময় ওভাল অফিসে ট্রাম্প ও নিউসমের মধ্যকার ফোনালাপের একটি ক্লিপ প্রচার করেন। কিন্তু নিউসমকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণের জন্য নিউসামের একদিন আগে বলা কথার অংশ সেখানে সংযোজন করেন।
উপস্থাপক ট্রাম্পের কল লগের একটি স্ক্রিনশটও প্রচার করেন যেখানে দেখা যায় তাদের মধ্যে সত্যিই কথা হয়েছে। তবে স্পষ্টভাবে দেখা যায় প্রেসিডেন্ট ও গভর্নরের মধ্যকার কলটি ৭ জুন ভোরে হয়েছে।
মামলায় বলা হয়, গণতন্ত্রকে বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যাচারের মাধ্যমে প্রভাবিত হওয়া থেকে রক্ষা করার জন্য ফক্সের এধরনের অসৎ কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে শুক্রবার এক বিবৃতিতে, গভর্নর সতর্ক করে বলেন, যদি ফক্স নিউজ ডনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে অ্যামেরিকান জনগণের কাছে মিথ্যা বলতে চায়, তাহলে তাদের ঠিক তেমন পরিণতি ভোগ করতে হবে যা ডোমিনিয়ন মামলায় হয়েছিল।
উল্লেখ্য, নিউসমের দাবিকৃত একই পরিমাণ অর্থ ফক্স নিউজ ডমিনিয়ন ভোটিং সিস্টেমস নামে একটি কোম্পানির দায়ের করা মামলা নিষ্পত্তির জন্য প্রদান করেছে।
ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে বলে ফক্স নেটওয়ার্ক ডমিনিয়ন ভোটিং সিস্টেমস নামে ওই কোম্পানির ভোটিং মেশিন সম্পর্কে বারবার মিথ্যা অভিযোগ প্রচার করেছে।
ফক্স নিউজের পক্ষ থেকে নিউসামের মামলাটিকে সমালোচনাকারীর বাকস্বাধীনতা বন্ধে অযৌক্তিক ও রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফক্স নিউজ।