গাজায় পরমাণু বোমা মারা দরকার: রিপাবলিকান আইনপ্রণেতা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ২২ ২০২৫, ২০:৫০

নবনির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা র‌্যান্ডি ফাইন। ছবি: সিএআইআর

নবনির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা র‌্যান্ডি ফাইন। ছবি: সিএআইআর

  • 0

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফাইনের ফিলিস্তিনবিরোধী বক্তব্য দেওয়ার ইতিহাস পুরোনো।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরমাণু বোমা মারা দরকার বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা র‌্যান্ডি ফাইন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইন এ মন্তব্য করেন বলে বৃহস্পতিবার জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ওয়াশিংটনে ক্যাপিটল জুইশ মিউজিয়ামের বাইরে বুধবার গুলি করে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যা করা হয়। এর প্রতিক্রিয়ায় র‌্যান্ডি ফাইন ফক্স নিউজকে বলেন, ‘সত্যটি হলো ফিলিস্তিনি লক্ষ্য অশুভ বিষয়।

‘(গাজায়) সংঘাত বন্ধের একমাত্র পথ হলো মুসলিম সন্ত্রাস সমর্থনকারীদের পুরোপুরি আত্মসমর্পণ।’

রিপাবলিকান এ আইনপ্রণেতা আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সঙ্গে আত্মসমর্পণ নিয়ে আলোচনা করিনি আমরা। আমরা জাপানিদের সঙ্গে আত্মসমর্পণ নিয়ে আলোচনা করিনি। শর্তহীন আত্মসমর্পণ নিশ্চিত করতে জাপানিদের ওপর আমরা দুইবার পরমাণু বোমা মেরেছি।

‘এখানেও (গাজা) একই কাজ করা দরকার। এ সংস্কৃতির সঙ্গে কিছু সমস্যা গভীরভাবে জড়িয়ে আছে এবং একে পরাজিত করা দরকার।’

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ফাইনের ফিলিস্তিনবিরোধী বক্তব্য দেওয়ার ইতিহাস পুরোনো। ২০২১ সালে মৃত ফিলিস্তিনি শিশুর ছবি সংবলিত এক পোস্টে ফাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি রাতে ঘুমান কী করে।

জবাবে ফাইন কমেন্ট করেন, ‘খুব ভালো, আসলে! ছবির জন্য ধন্যবাদ!’